দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল ভোরে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় মাচ এটি। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।

শনিবার একাদশে ব্যাটিং লাইন আপে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বাংলাদেশের। ক্রাইস্টচার্চের পিচ ব্যাটিং সহায়ক। সাম্প্রতিক রেকর্ড বলে, এখানে প্রথমে ব্যাট করলে জিততে হলে ৩০০ প্লাস রান করতে হবে। বাংলাদেশের যে ব্যাটসম্যানরা আছেন তারা যদি জ্বলে উঠতে পারেন তাহলে এটি এমন রান করা অসম্ভব কিছু হবে না।

বোলিং লাইন আপে রুবেল ভালো অপশন। কিন্তু রুবেলকে একাদশে নিলে বাদ দিতে হবে সাইফউদ্দিনকে। কিন্তু প্রথম ম্যাচে দলের বিপর্যয়ের মুহূর্তে ব্যাট করতে নেমে ৪১ রান করেছিলেন সাইফউদ্দিন। তাই কোনো পরিবর্তন ছাড়াই এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)