রাজ্জাকের পদত্যাগে ব্যথিত-মর্মাহত জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩২ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০২

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগে ব্যথিত ও মর্মাহত হয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বলেন, ‘তার পদত্যাগে আমরা ব্যথিত ও মর্মাহত। পদত্যাগ করা যেকোনো সদস্যের স্বীকৃত অধিকার। আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আশা করি তার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক অব্যাহত থাকবে।’

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আমরা দীর্ঘদিন একসঙ্গে এই সংগঠনে কাজ করেছি। তিনি জামায়াতে ইসলামীর সিনিয়র পর্যায়ের একজন দায়িত্বশীল ছিলেন। তার অতীতের সব অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানকারী আব্দুর রাজ্জাক শুক্রবার সকালে জামায়াতের আমির মকবুল আহমাদের কাছে পদত্যাগের চিঠি পাঠান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পাঁচ দিন পর দেশ ছাড়েন আবদুর রাজ্জাক। তার বিদেশযাত্রার পর জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড হয়েছে। এ ছাড়া মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হলেও আর দেশে ফেরেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ নেতাদের রক্ষায় আইনি লড়াই করা এই আইনজীবী।

২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার পর থেকে বিভিন্ন দেশ ঘুরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/আরকে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :