৪৭ বছর আগে চুরি যাওয়া ১১০ কোটি রুপির মূর্তির তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৭ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২১

আজ থেকে ৪৭ বছর চুরি গিয়েছিল ১১০ কোটি রুপি মূল্যের সাতটি মূর্তি। এতদিনে সেই চুরির এফআইআর দায়ের করেছে ভারতের তামিলনাড়ু প্রদেশের আইডল উইং পুলিশ।

১৯৭১ সালের ১২ মে চুরি গিয়েছিল তামিলনাড়ু থাঞ্জাভুর জেলার কুম্বাকোনামের নটনাপুরেশ্বরের মন্দিরের সাতটি মূর্তি। বাসু আইয়ার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ৪৭ বছর বাদে শুরু হয়েছে তদন্ত।

পুলিশ জানিয়েছে, এক ফুট ও দেড় ফুট লম্বা দুটি নৃত্যরম কৃষ্ণ মূর্তি, আড়াই ফুটের একটি অগস্থিয়ার মূর্তি, একটি ৬ ইঞ্চির আইয়ানারের মূর্তি ও ৬ ইঞ্চির আরও একটি আম্মানের মূর্তি মন্দিরের দরজা ভেঙে লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরের বছর চুরি যায় ১৩০০ বছরের পুরনো ঠন্ডন থোট্টাম মন্দির আরও তিনটি পঞ্চলোহা মূর্তি। সাতটি মূর্তির মোট মূল্য ১১০ কোটি টাকা। বারবার বলা সত্ত্বেও এই চুরির বিষয়ে এতদিন কোনও অভিযোগ দায়ের হয়নি।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :