দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের নজর পাওয়ারপ্লেতে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো রান করতে পারেনি বাংলাদেশ। যার কারণে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। এই ম্যাচে ব্যাটিংয়ে নেমে পাওয়াপ্লেতে তথা প্রথম দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৫০ রান।

শুরুতেই তামিম, লিটন, মুশফিক ও সৌম্যকে হারানোর পর বিপাকে পড়ে বাংলাদেশ। শেষের দিকে মিথুন-সাইফউদ্দিনের জুটির উপর ভর করে ২৩২ রানের সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

এই ম্যাচে মাঠে নামার আগে পাওয়ারপ্লে নিয়ে টিম মিটিংয়ে আলোচনা করেছেন মাশরাফিরা। শুক্রবার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তারা পাওয়ারপ্লেতে উইকেট হারাতে চান না। উইকেট ধরে রেখে খেলতে পারলে দলের সংগ্রহটাও বড় হবে।

মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। প্রথম দশ ওভারে আমরা খাপ খাইয়ে নিতে পারিনি। পাওয়ারপ্লে ব্যাটিং নিয়ে আমাদের কাজ করতে হবে। পাওয়ারপ্লেতে যদি আমরা উইকেট ধরে খেলতে পারি তাহলে দলের স্কোর বড় হবে। প্রথম দশ ওভারে যদি আমরা বেশি রান নাও করতে পারি তাহলে সেটি কোনো বিষয় না।’

তিনি আরো বলেন, ‘প্রথম দশ ওভার খুবই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। কিন্তু রান আসছিল। যদি আমরা বড় স্কোর দাঁড় করাতে পারি তাহলে পরে বোলারদের কাজ সহজ হয়ে যাবে। বোলারদের আত্মবিশ্বাস থাকবে। তারা সঠিক জায়গায় বল করতে পারবে। আমাদের এখানো সিরিজ জেতার সুযোগ আছে। আশা করি, দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

মিরাজ বলেন, ‘আমাদের দলে অনেক খেলোয়াড় আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জয় পেয়েছিলাম। আমাদের যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা জিততে পারব।’

এই টাইগার ক্রিকেটার বলেন, ‘এখনো সিরিজ জেতা সম্ভব। আমরা যদি আগামীকাল জিততে পারি তাহলে সিরিজে টিকে থাকব। আমি মনে করি, দলের সবাই সেজন্য প্রস্তুত হচ্ছে।’

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :