অপহরণের নাটক করে পুলিশের হাতে আটক

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অপহরণের নাটক সাজিয়ে ধরা খেলেন এক তৈরি পোশাক কারখানার শ্রমিক। সাভারের আশুলিয়ায় শাহাদাত হোসেন নামের ওই শ্রমিক আটক হন পুলিশের জালে।

শুক্রবার সকাল সাতটার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।  

বগুড়ার শেরপুর উপজেলার চরপাথালীয়া গ্রামের মিন্টু মন্ডলের ছেলে আটক শাহাদাত হোসেন আশুলিয়ার গাচীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের ইয়াংওয়ান পোশাক কারখানায় কাজ করতেন।  

পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে কারখানা ছুটির পর থেকে নিখোঁজ ছিলেন শাহাদাত হোসেন। এ সময় তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে রাতে তার মোবাইল ফোন থেকে অপর একজন ফোন দিয়ে তার বাবা-মার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

এ ঘটনায় বুধবার (১৩ ফেব্রুয়ারি) বাবা মিন্টু মন্ডল আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আজ  সকালে তাকে আটক করা হয়। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয় শাহাদাতকে। পরে তিনি স্বীকার করেন টাকার জন্য অপহরণের নাটক সাজিয়েছিলেন।

এসআই জানান, প্রতারণার অভিযোগে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)