বিগ ব্যাশের ফাইনালে মেলবোর্ন রেনিগেডস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৮

বিগ ব্যাশ লিগের (বিবিএল) দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সিডনি সিক্সার্সকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠেছে মেলবোর্ন রেনিগেডস। আগামী ১৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে মেলবোর্ন স্টার্সের মুখোমুখি হবে তারা। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌঁনে দশটায়।

শুক্রবার ডকল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সিডনি সিক্সার্সের দেয়া ১৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন অ্যারোন ফিঞ্চ।

অন্যদের মধ্যে ১৭ বলে ৩৬ রান করেন স্যাম হার্পার। ১৭ বলে ২৯ রান করেন ক্যামেরন হোয়াইট। ১৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। সিডনি সিক্সার্সের পক্ষে স্টিভ ও’কিফি ২টি, বেন ডারশুইস ২টি, শন অ্যাবোট ১টি, মিকি এডওয়ার্ডস ১টি ও ময়জেস হেনরিকস ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৮০ রান সংগ্রহ করে সিডনি সিক্সার্স। দলের পক্ষে ৩১ বলে ৫২ রান করেন জস ফিলিপে। ৩২ বলে ৫২ রান করেন ড্যানিয়েল হিউজেস। মেলবোর্ন রেনিগেডসের পক্ষে ক্যামেরন বয়েস ২টি ও হ্যারি গার্নি ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন মেলবোর্ন রেনিগেডসের ড্যানিয়েল ক্রিশ্চিয়ান।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :