সিরিজ জেতা সম্ভব: মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। সুতরাং, সিরিজ জিততে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

ম্যাচ শুরুর আগের দিন শুক্রবার টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেছেন, এই অবস্থান থেকে এখনো সিরিজ জেতা সম্ভব। তিনি বলেছেন, ‘আমাদের এখানো সিরিজ জেতার সুযোগ আছে। আশা করি, দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমাদের দলে অনেক খেলোয়াড় আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জয় পেয়েছিলাম। আমাদের যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা জিততে পারব।’

তিনি আরো বলেন, ‘এখনো সিরিজ জেতা সম্ভব। আমরা যদি আগামীকাল জিততে পারি তাহলে সিরিজে টিকে থাকব। আমি মনে করি, দলের সবাই সেজন্য প্রস্তুত হচ্ছে।’

এই সফরে মোট তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৮ মার্চ। তৃতীয় ম্যাচটি শুরু হবে ১৬ মার্চ।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :