সজল-সারিকার ‘তুই কে আমার’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৯

বৃদ্ধ বয়সে সাবা ও আবিরের হঠাৎ দেখা হয়ে যায়। যেন টাইমমেশিনে করে ফিরে আসে সমস্ত অতীত। কেউ কোনো কথা বলতে পারে না। অবাক চোখে তাকিয়ে থাকে দুজন দুজনার দিকে। তারা ছিল বিশ্ববিদ্যালয়ের বন্ধু। শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তারা। তাদের মাঝে ছিল এক ভালোবাসার বন্ধন। আবির ছিল একটু খামখেয়ালি।

সাবা আবিরকে বিয়ে করতে চায়। কিন্তু আবির রাজি না। সাবা তাকে অনেক ভাবে বুঝাতে চেষ্টা করে শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি। সেই থেকে কথা বন্ধ করে রেখে এত বছর পর মুখোমুখি হয়েও কেউ কোনো কথা বলে না।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘তুই কে আমার’। নাটকে সাবা চরিত্রে অভিনয় করেছেন সারিকা। আবির চরিত্রে রয়েছেন সজল। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম।

নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘এটা ভালো গল্পের নাটক। আমরা আসলে অতীতে থাকি না কখনও, মাঝে মাঝে দাড়াই অতীতের রাস্তায়। হঠাৎ চলতে চলতে অতীতের পথ ধরে রওনা হলে শুরু হয় নানাবিধ ঘটনা-অঘটনা। এরকমই একটা প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি।’

সারিকা বলেন, ‘ভালোবাসার দাগ কখনও মুছে যায় না। এই নাটকে এমনটাই দেখানো হয়েছে। দীর্ঘদিন বাদে পুরনো সম্পর্কের মুখোমুখি হলে মানুষ স্থবির হয়ে যায়, যেন ঘোরে পড়া এক মানুষ। গল্পটা সবার পরিচিত না হলেও নির্মাতা যেভাবে গল্পটা বলেছেন তাতে দর্শকের মনে হবে এটা তার জীবনেরই গল্প। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা শরিফুল ইসলাম শামীম বলেন, ‘আমি আসলে একটা ভালোবাসার গল্প বলার চেষ্টা করেছি। জানি না কতটুকু বলতে পেরেছি। দর্শক দেখার পর মূল্যায়ন করুক আমি তাই চাই।’

‘তুই কে আমার’ নাটকটিতে সজল-সারিকা ছাড়া আরও অভিনয় করেছেন রিপন, সুমন, পাপড়ি প্রমূখ। শনিবার রাত ৯টায় ভালোবাসা দিবসের অনুষ্ঠানমালায় নাটকটি এটিএন বাংলায় প্রচারিত।

ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :