ভুয়া দুদক কর্মকর্তা র‌্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩০

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত একটি চক্র। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সেই চক্রের সদস্য রাজু মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া রেজিস্ট্রেশন করা ১২টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি (সিপিসি-৩) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকা টাইমস বলেন, ‘১২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয় র‌্যাব বরাবর। চিঠিতে বলা হয়- দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করছে একটি চক্র। তারা দুর্নীতির মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। চিঠি পাওয়ার পর র‌্যাব-২ অনুসন্ধানে নামে। পরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব রাজু মিয়াকে গ্রেপ্তার করে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছেন, দীর্ঘদিন দুদকের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তরের ফোন দিয়ে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন তারা। এই চক্রে আরও সদস্য রয়েছে। তিনি টেলিফোন ডিরেক্টরি থেকে সরকারি কর্মকর্তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে কল করতেন। বিশেষ করে স্থানীয় সরকারের চেয়ারম্যানদের টার্গেট করতেন তারা। পরে মামলার ফাইল বন্ধ করতে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতেন। এভাবে প্রায় ১৪ লাখ টাকা তারা হাতিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :