ডারবানে শ্রীলঙ্কার প্রয়োজন আর ২২১ রান

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ডারবান টেস্টের তৃতীয় দিন শেষে জিততে শ্রীলঙ্কার প্রয়োজন আর ২২১ রান। তাদের হাতে রয়েছে সাত উইকেট। শুক্রবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেটে ৮৩ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।

গত ১৩ ফেব্রুয়ারি ডারবানে শুরু হয় দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ২৩৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয়।

প্রথম ইনিংস শেষে ৪৪ রানের লিডে থাকে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে তারা ২৫৯ রান করে অলআউট হয়। সবমিলিয়ে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩০৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৩৫ (৫৯.৪ ওভার)

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৯১ (৫৯.২ ওভার)

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ২৫৯ (৭৯.১ ওভার)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৮৩/৩* (২৮ ওভার)

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)