বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৮ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪

টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া চারদিন ব্যাপী বিশ্ব ইজতেমায় আগত আরও দুই মুসল্লি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার ভোরে ঢাকার কদমতরা এলাকার মো. আবুল হোসেন (৫৫) ইজতেমা ময়দানে তার নিজ খিত্তায় ভোর ৫টার দিকে অসুস্থ হয়ে পড়েন। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে শুক্রবার দুপুরে আব্দুর রহমান (৫৫) নামে এক মুসল্লি মারা যান। তিনি

সিরাজগঞ্জের বেলকুচি থানার মৃত হাতেম আলীর ছেলে। ইজতেমা মাঠে জানাযা শেষে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া

হয়েছে। এ নিয়ে ইজতেমায় অংশগ্রহনকারী ৬জন মুসল্লি মারা গেলেন।

বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাত আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের সাদ বিরোধী অংশের ইজতেমা। কাল রবিবার মাওলানা সাদ অনুসারীরা ফজরের নামাজের পর ইজতেমা মাঠে প্রবেশ করবেন। তাদের ইজতেমা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :