গাপটিলের সেঞ্চুরি, জয়ের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে ১ উইকেটে ১৬২ রান সংগ্রহ করেছে কিউইরা। সিরিজ নিশ্চিত করতে তাদের প্রয়োজন আর মাত্র ৬৫ রান।

মাত্র ৭৬ বলে ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার মার্টিন গাপটিল (১০২*)। যাতে রয়েছে ১১ বাউন্ডারি আর ৪ ওভার বাউন্ডারির মার। প্রথম ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় জয় এনে দেন এই ডানহাতি। গাপটিলের সঙ্গী অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত আছেন ৩৩ রানে। মোস্তাফিজুর রহমানের বলে একমাত্র ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফিরে গেছেন হেনরি নিকোলস (১৪)।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলেরর পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের পক্ষে ৪৩ রানে ৩টি উইকেট নেন ডানহাতি পেসার লুকি ফার্গুসন। জিমি নিশাম আর টড অ্যাস্টল শিকার করেন ২টি। ম্যাট হেনরি, কলিড ডি গ্র্যান্ডহোম আর ট্রেন্ট বোল্ট পান একটি করে উইকেট।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :