পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় এমন হার!

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ। দুই ম্যাচেই বাজে ব্যাটিংয়ের কারণে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। সেই সাথে সিরিজও হাতছাড়া হয়ে গেছে। নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩২ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অলআউট হয় ২২৬ রান করে। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে।

এমন হারের পর শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটার সাব্বির রহমান বলেছেন, ‘এখানে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি বিষয়টি তা নয়। সবকিছু ঠিক আছে। কিন্তু মাঠে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আশা করি, আমরা যদি পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে সামনের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা চেষ্টা করব হোয়াইটওয়াশ এড়ানোর।’

তিনি আরো বলেন, ‘উইকেট খুব কঠিন না। যেকোনো দলের জন্য ঘরের মাঠ কিংবা দেশের বাইরে সব জায়গাতেই প্রথম দশ ওভার কঠিন। আমরা চেষ্টা করছি প্রথম দশ ওভারের সমস্যা কাটিয়ে ওঠার। যদি আমরা শুরুর দিকে ভালো করতে পারি এবং পুরো ৫০ ওভার ব্যাট করতে পারি তাহলে আশা করি লড়াই করতে পারব।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি। ডানেডিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। এর আগে ২০১৬-২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এসইউএল)