চিকিৎসকদের দায়িত্ব পালনে গাফিলতিতে ছাড় নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যদি কেউ অন্যায় করে, ডিউটি পালন না করে- তাদের ছাড় দেয়ার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে সেবা দেবেন না- এটা অগ্রহণযোগ্য। কাজেই এ বিষয়ে যা পদক্ষেপ নেয়ার আমরা তাই নেব।’

শনিবার বিকালে মানিকগঞ্জ কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লেগেছিল এবং খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স, ফারার সার্ভিস, পুলিশসহ আশেপাশের নেতৃবৃন্দ কাজ করেছেন। একজন রোগীও মারা যাননি, আহত হননি। আমি মনে করি এটা একটা অনেক বড় অর্জন। এখানেই দেখা গেছে, জাতি ঐক্যবদ্ধ হলে যেকোন অসাধ্যকে জয় করা সম্ভব।’

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আমিনুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান এবং বায়ো কেমিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)