মাগুরায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৯

মাগুরার মহম্মদপুর উপজেলায় আগুনে পুড়ে সামিউল নামে ২৩ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঘরে থাকা অপর ছয় বছরের শিশু মাসুরাকে দগ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত শিশুর চাচা বাবলু জানান, শুক্রবার রাত ৯টার দিকে নাজমুল মোল্যার স্ত্রী ঘরে কুপি জ্বালিয়ে পাশের বাড়ি যায়। এসময় ঘরে আগুন লাগে যায়। অল্প সময়ের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা মাসুরার চিৎকারে আশপাশের লোকজন বেড়া ভেঙে তাকে উদ্ধার করলেও ২৩ দিনের শিশু সামিউল দগ্ধ হয়ে মারা যায়।

আগুনে নগদ ৫৫ হাজার টাকা, গৃহপালিত পশু, ৩০ মণ ধান ও ১০ মণ পাটসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন তিনি।

উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মুস্তাইন হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ঘরে থাকা কুপি থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ঘরে পাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে দগ্ধ অপর শিশু মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানকার চিকিৎসক নিলুফা ইয়াসমিন জানান, মাসুরার অবস্থা আশঙ্কাজনক। আগুনে তার হাত-পা, পিঠ, ঘাড়সহ শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :