দুই পদে ২৮০ জন নেবে এলজিইডি

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান পদে ২৮০ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কাল রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ৪ মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে।

সার্ভেয়ার

এই পদে ১৪৫ জনকে নিয়োগ দেয়া হবে। যোগ্যতা সার্ভে ডিপ্লোমা ডিগ্রি। বেতন: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

ইলেকট্রিশিয়ান

এই পদে নিয়োগ দেওয়া হবে ১৩৫ জনকে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের সনদ অথবা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক কাজের ট্রেডকোর্স পাস হতে হবে।

বেতন: ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

দুই পদের ক্ষেত্রে বয়স: ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য ৩০ বছর।

আবেদনের নিয়ম: অনলাইনে http://lged.teletalk.com.bd/ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

 আবেদনের সময়সীমা: ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টা থেকে ৪ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারী/আরএস/মোআ)