জামালপুরে ট্রেনের ধাক্কায় আহত ৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৮
ফাইল ছবি

জামালপুর সদর উপজেলার দামেস্বরে রেললাইন পার হওয়ার সময় আন্তঃনগর অগ্নিবিনা ট্রেনের ধাক্কায় ভটভটি চূর্ণবিচূর্ণ হয়ে চালকসহ চারজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শনিবার বিকাল সোয়া ৪টার দিকে জামালপুর থেকে ছেড়ে যাওয়া সরিষাবাড়িগামী আন্তঃনগর অগ্নিবিনা ট্রেনটি দামেস্বর এলাকা অতিক্রম করার সময় ট্রেনের সাথে ভটভটির ধাক্কা লাগে। এসময় ভটভটিটি চূর্ণবিচূর্ণ হয়ে চালক রনি, হেলাপার দীপু, ১৩ বছর বয়সী সুমন ও মাসুদ নামে দুই কিশোর গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে ভর্তি করে। আহত মাসুদের একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চালক রনির দুই পা থেতলে গেছে।

ভটভটি চালক রনির বাড়ি মেলান্দহ উপজেলা আদিপৈত গ্রামে। হেলপার দীপু শহরের শেখেরভিটা গ্রামের হাসু মিয়ার পুত্র, মাসুদের পিতার নাম শফিক ও সুমনের পিতার নাম সোহেল। তাদের বাড়ি সদর উপজেলার গোপালপুর গ্রামে।

ভটভটির হেলাপার আহত দীপু জানান, তারা গোপালপুরে ইট রেখে ভটভটি নিয়ে আসার পথে রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :