কুমিল্লায় কোচিংয়ের অভিযোগে একজনকে কারাদণ্ড

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগে কুমিল্লায় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে নগরীর ঝাউতলা এলাকায় বর্ণমালা নামের কোচিং সেন্টারে অভিযান চালানোর সময় মিজানুরকে আটক ও কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, এসএসসি পরীক্ষা শুরুর আগে অভিযান পরিচালনা করতে গিয়ে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করছিল।

আজ কুমিল্লা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ণমালা কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/মোআ)