‘প্রাথমিক শিক্ষাই ভিত’

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

‘প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত, আর শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। দেশপ্রেমিক হিসেবে সবাই কাজ করলে আমরা একটি সুন্দর প্রজন্ম উপহার দিতে পারব।’

শনিবার সকালে কুড়িগ্রামে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপর উপবৃত্তি প্রদান প্রকল্পবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা হয়।

মন্ত্রী কর্মশালায় ঘুষ ও দুর্নীতি বন্ধের আহবান জানিয়ে বলেন, ‘আপনাদের চরিত্র বদলাতে হবে, অনেকে ঘুষ-দুর্নীতি আর অপকর্মের মাধ্যমে অর্থ খাচ্ছেন। তারা সাবধান হয়ে যান।’

তিনি আরও বলেন, ‘সবাইকে দেশপ্রেমিক হিসেবে কাজ করতে হবে। অনেকে উন্নয়ন ও বৈষম্য দূরীকরণের দাবি করছেন, কিন্তু শ্রেণিকক্ষের উন্নয়ন হচ্ছে না।’

এসময় তিনি বলেন, ‘শিক্ষকদের বৈষম্য দূর করা হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে সচেতন।’

মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকায় ৪র্থ ও ৫ম শ্রেণিতে পড়ে এমন কোমলমতি শিক্ষার্থীরা বাংলা লিখতে পারে না। এটা আমাদের জন্য লজ্জার।’

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :