শামীম ওসমানের হুঁশিয়ারি

এই হাতের ফাঁক দিয়ে নেতা হতে পারবেন না

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

দলের ভেতরে কোন্দলের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাংসদ এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, চাইলেও কেউ তার আঙুলের ফাঁক দিয়ে নেতা হতে পারবেন না।

শনিবার ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি করেন তিনি।

‘কিছু লোক দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা করবে’ সতর্ক করে শামীম ওসমান বলেন, ‘অভিযোগ থাকলে আমাকে বলবেন। অভ্যন্তরীন দ্বন্দ্ব কেউ করবেন না। দলের সমস্যা দলের সিনিয়র নেতারা সমাধান করবেন, বাইরের কেউ এসে সমাধান করবে না।’

‘দলের ভেতর কোন্দল সৃষ্টিকারীদের কোনো ছাড় দেব না। অন্য দিক দিয়া লাইন কইরা কেউ নেতা হইতে চাইলে পারবেন না। এই হাতের ফাঁক দিয়ে বের হইয়া কেউ নেতা হইতে পারবেন না। একসাথে চলব, একসাথে বাঁচব, একসাথে মরব।’ বলেন শামীম ওসমান।

দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন ও শামিল করতে প্রতিটা ঘরে ঘরে যাবেন জানিয়ে সাংসদ শামীম বলেন, ‘আমরা পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর নম্বরের তালিকা জনগণের ঘরে গিয়ে দিয়ে আসব, যাতে কেউ আশপাশে কোনো দুর্নীতি দেখলে প্রশাসনকে দ্রুত জানাতে পারে।’

এটাই সাংসদ হিসেবে তার শেষ মেয়াদ বলে জানান একাধিকবারের আলোচিত-সমালোচিত এই এমপি। ‘যারা দিনের বেলায় বিএনপি আর রাতের বেলায় জামাত করে না, তারাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগে থাকবে। এবার আমার শেষ টাইম আগেই বলছি। তাই অরিজিনাল আওয়ামী লীগের হাতে দায়িত্ব দিয়ে বিদায় নেব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা আদালতের পিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, নাসিক কাউন্সিলর আব্দুল করিম বাবু, কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, জেলা কৃষকলীগের সভাপতি নাজিমউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শেখ সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :