ভৈরবে আট দিনব্যাপী একুশে বইমেলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

কিশোরগঞ্জের ভৈরবে আট দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার সন্ধ্যায় ভৈরব রাজকাচারি প্রাঙ্গণে ২২তম এ বইমেলার উদ্বোধন করা হয়।

ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভের সভাপতিত্বে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নাট্যকার মাহমুদ সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, এলিন ফুড প্রোডাক্টস লি.-এর এমডি ওমর ফারুক প্রমুখ।

প্রধান অতিথি কে এম খালিদ তার বক্তব্যে বলেন, সভ্য জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। বই পড়ার মাধ্যমেই একজন মানুষ সঠিক জ্ঞান লাভ করতে পারে। তাই নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট হতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক সুমন মোল্লা।

আয়োজকরা জানান, বইমেলা পরিষদ দীর্ঘ ২২ বছর ধরে ধারাবাহিকভাবে একুশে বইমেলার আয়োজন করছে। এটি ২২তম মেলা। ১৬ ফ্রেরুয়ারি থেকে ২২ ফ্রেরুয়ারি পর্যন্ত চলা বইমেলা বিকাল ৪টা থেকে রাত ১১টা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :