বেনাপোলে ১৪ সোনার বারসহ পাচারকারী আটক

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতে পাচারকালে বেনাপোলে ১৪টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক সোনা পাচারকারী দিলীপ হালদার পুটখালী গ্রামের ক্ষুদিরাম হালদারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় দিলীপ হালদারকে আটক করে তল্লাশি চালালে তার স্যান্ডেলের ভেতর থেকে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার মূল্য ৮৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আটক দীলিপকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)