বার্সাকে জয়ে ফেরালেন মেসি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫১

ক্রীড়া ডেস্ক

অবশেষে টানা তিন ম্যাচে ড্র-এর পর জয়ে ফিরল বার্সেলোনা। লা লিগায় লিওনেল মেসির একমাত্র গোলে ড্র এড়াতে পেরেছে ক্লাবটি।গতকাল ঘরের ম্যাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিকরা।  

এর আগে লিগের গত দুই ম্যাচে ভালেন্সিয়া ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। পাশাপাশি কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগেও ড্র করে এরনেস্তো ভালভেরদের দল।

পরপর জয়হীন থাকার পর গতকাল রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষেও বাজে শুরু করে বার্সা। ম্যাচের প্রথমার্ধে উল্টো আক্রমণ চালায় অতিথিরা।

তবে প্রথমার্ধের শেষের দিকে পাওয়া সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক মেসি। ৪৩তম মিনিটে ভাইয়াদলিদের মিডফিল্ডার মিচেলের হাত লেগে পড়ে যান জেরার্ড পিকে। যার কারণে পেনাল্টি পায় স্বাগতিরা। সুযোগ পেয়ে স্পট কিকে দলকে এগিয়ে নেন মেসি। লিগে এটি ছিল তার ২২তম গোল। চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার তিনি। এছাড়া মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মোট ৩০টি গোল করেছেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।  

আসরে মোট ২৪ ম্যাচে ১৬ জয় ও ছয় ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে এখনো সবার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

লিগে দিনের অপর ম্যাচে ভাইয়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে আবারও দুইয়ে উঠে এসেছে ক্লাবটি। ২৪ ম্যাচ খেলা অ্যাথলেতিকোর পয়েন্ট ৪৭ । এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এইচএ)