চট্টগ্রামে বস্তিতে আগুন, নিহত ৮

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস

চট্টগ্রামে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শহরের খাতুনগঞ্জের চাকতাই এলাকায় ভোর সাড়ে তিনটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তখন ঘটনাস্থল থেকে আটজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন।

এদের মধ্যে রহিমা, বাবু, নাজমা ও নার্গিস একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুনের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের নির্দেশে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ জানানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ এবং যাদের ঘর পুড়ে গেছে তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/একে)