এস ফোর হান্ড্রেড কেনা থেকে পেছাবে না তুরস্ক

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা

পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনা থেকে তুরস্ক পিছিয়ে আসবে না বলে জানিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার জন্য যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বেধে দেয়া সময়সীমার মেয়াদ শেষ হওয়ার একদিন পর একথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের স্বার্থ সংরক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত আঙ্কারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে প্রস্তুত রয়েছে। তুরস্কের এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না; এ চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। একইসঙ্গে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে তুরস্ক মার্কিন ক্ষেপণাস্ত্র কিনতেও আগ্রহী। এস ফোর হান্ড্রেড প্রসঙ্গে এরদোয়ান আরো বলেন, বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে এবং আগামী জুলাই মাস থেকে তা হস্তান্তর করা শুরু করবে মস্কো।

রাশিয়ার সোচি শহরে ত্রিপক্ষীয় সম্মেলন শেষে দেশে ফিরে এরদোয়ান রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কথা বললেন। সোচি শহরের বৈঠকে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট যোগ দেন।

ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/একে