‘চেয়ারম্যান বদলির সঙ্গে অভিযানের সম্পর্ক নেই’

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
বুড়িগঙ্গা দখলমুক্ত করতে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

চলমান উচ্ছেদ অভিযানের সঙ্গে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের বদলির ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংস্থাটি যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। সরকারি চাকরির ক্ষেত্রে বদলি হওয়ার বিষয়টি স্বাভাবিক ঘটনা বলে জানান তিনি।

তিন পর্যায়ে নয় দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযানে বুড়িগঙ্গা নদী ও নদীর আদি চ্যানেল কামরাঙ্গীরচর খাল দখল করে গড়ে ওঠা দেড় হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ভাঙা পরে সংসদ সদস্য, দুদক কর্মকর্তাসহ বিভিন্ন প্রভাবশালীদের স্থাপনা। চতুর্থ পর্যায়ের উচ্ছেদ অভিযানের আগেই বদলি হয়েছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজা‌ম্মেল হক। অনেকেই ধারণা পোষণ করেছেন ক্ষমতাসীনদের চাপের মুখে সংস্থাটির চেয়ারম্যানের বদলি আদেশ দেয়া হয়েছে। বিষয়টি অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে।

ঢাকাটাইমসকে বিআইডাব্লিউটিএ’র  যুগ্ম পরিচালক জানান, চেয়ারম্যান বদলি নিয়ে ভুল ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই। এম মোজাম্মেল হক বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি প্রায় চার বছর চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দিয়ে বিআইডব্লিউটিএকে আরও উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছেন।

যুগ্ম পরিচালক বলেন, ‘এত দীর্ঘ সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা বিআইডব্লিউটিএ’র সুদীর্ঘ ইতিহাসে বিরল। এই বদলি আদেশের সঙ্গে নদীতে চলমান অভিযানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।‘

এই কর্মকর্তা বলেন, ‘সরকারি/সশস্ত্র বাহিনীর চাকরিতে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া মাত্র। পরবর্তী উচ্চ পদে পদোন্নতির জন্যও তার নৌবাহিনীতে প্রত্যাবর্তন জরুরি। নতুন চেয়ারম্যান হিসেবে যিনি পদায়িত হয়েছেন, (কমডোর এম মাহবুব-উল ইসলাম) আরও দুর্বার গতিতে চলমান কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাবেন।’

জাতীয় সংসদে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দেয়া বক্তব্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কোনো প্রভাব, কোনো শক্তি সরকারের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না বা চলমান অভিযানকে বাধাগ্রস্ত করতে পারবে না, যা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।’

যুগ্ম পরিচালক জানান, চতুর্থ পর্যায়ের তিন দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে সোমবার।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/কারই/জেবি)