পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ শুল্কারোপ ভারতের

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ বেসিক শুল্কারোপ করেছে ভারত। শনিবার থেকে বর্ধিত শুল্ক কার্যকর হবে। দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একথা জানিয়েছেন।

পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ইতোমধ্যেই পাকিস্তানকে দেওয়া ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’ (এমএফএন) এর তকমা প্রত্যাহার করেছে ভারত। এবার সে দেশ থেকে আমদানি পণ্যের ওপর বেসিক শুল্ক বাড়িয়ে এক ধাক্কায় ২০০ শতাংশ করল নয়াদিল্লি।অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন অরুণ জেটলি।

শনিবার টুইটবার্তায় জেটলি বলেন, ‘পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তানকে দেওয়া এমএফএন মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। পাকিস্তান থেকে ভারতের আমদানি সমস্ত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে।’

সম্প্রতি ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলা চালায় জয়েশ-ই-মোহাম্মদ নামের একটি সংগঠন। এতে প্রায় অর্ধশত লোক নিহত হয়। এরপরই এ হামলা ও ওই সংগঠনকে সহযোগীতা করার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও এই হামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে পাকিস্তান।

ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/একে