আলিসকে ভারতে পাঠানো হবে

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিপিএলে নিজের অভিষেক দিনেই হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করেছিলেন ঢাকা ডায়নামাইটস তারকা আলিস আল ইসলাম। তবে স্মরণীয় দিনে বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্নবিদ্ধ হন বিস্ময় বালক। যদিও বিপিএলের আগে থেকেই প্রথম বিভাগ ক্রিকেটে থেকে প্রশ্নবিদ্ধ ছিল আলিসের বোলিং অ্যাকশন।

এবার সেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতেই ভারত পাঠানো হবে আলিস আল ইসলামকে। রবিবার তেমনটাই জানালেন আলিসকে আবিষ্কার করা কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি জানান,এক সপ্তাহের মধ্যে আলিসকে ভারতে পাঠানো হবে। ভারতের চেন্নাইতে তাঁর বোলিং অ্যাকশনের পুনরায় পরীক্ষা করানো হবে।

দুর্দান্ত শুরুর পর বিপিএলেই ইনজুরিতে পড়েন আলিস আল ইসলাম। চার ম্যাচ খেলার পর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় এই স্পিনারকে। এবার ইনজুরি কাটিয়ে নিজেকে প্রমাণ করতেই ভারতে উড়াল দিবেন এই ঢাকা ডায়নামাইটস তারকা।

(ঢাকাটাইমস/ ১৭ ফেব্রুয়ারি/এইচএ)