মোদিকে নির্দেশ দিলেন রাখি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

বলিউডে ‘বিতর্কের রানি’ বলা হয় আইটেম তারকা রাখি সাওয়ান্তকে। যেকোনো বিষয়ে মতামত প্রকাশ করা তার স্বভাব। রাখির মত প্রকাশ মানেই তা নিয়ে তুমুল বিতর্ক। এবার পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রাখি বলেন, ‘গোটা দেশ ৪৯ জন সেনার মৃত্যুতে ফুঁসছে। মোদিজি আপনি এবং আপনার মন্ত্রীরা শান্তির ঘুম ঘুমোতে পারেন এই সেনা জওয়ানদের জন্য। আমরাও সবাই সুরক্ষিত ওদের জন্য।’

নিহত জওয়ানদের পরিবারকে টাকা দিয়ে সাহায্য করার জন্য তিনি নরেন্দ্র মোদিকে নির্দেশ দেন। কড়া ভাষায় বলেন, ‘মোদিজি আপনার থেকে কিছু চাই না। নিজের পকেট থেকে তো আপনি টাকা দেবেন না। দেশের নাগরিকের টাকা শহিদ জওয়ানদের হাতে তুলে দিন।’

বিতর্কের রানি আরও বলেন, ‘জওয়ানদেরকে শুধু ব্যবহার করা হয়। তাদের মৃত্যুতে এখন সবাই শোক প্রকাশ করলেও কিছুদিন পরে সবাই ভুলে যাবেন। তাই এই জওয়ানদের পরিবারের হাতে ৫০ লাখ টাকা করে তুলে দিন।’ রাখি এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এএইচ