রুনা লায়লার প্রথম

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৫

বিনোদন প্রতিবেদক

১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা। তবে এর একটি গানেও তিনি নিজে সুরারোপ করেননি। এবার ঘটলো ব্যতিক্রম। প্রথমবারের মত নিজের সুরে একটি গানে কন্ঠ দিয়েছেন সুপারস্টার রুনা লায়লা।

 ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’- এমন কথার গানটি রেকর্ড করা হয়েছে চিরকুটের স্টুডিওতে। লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন লন্ডনের মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফ। ধ্রুব মিউজিক স্টেশন থেকে শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে।

গানটি প্রসঙ্গে উপমহাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা বলেন, ‘গান আর আমি কখনও আলাদা সত্তা নই। গান করছি এটা নতুন কিছু না। যেটা নতুন তা হচ্ছে এবারই প্রথম নিজের কোনো গানে সুরারোপ করলাম। এর আগে চলচ্চিত্রের গানে সুর দিলেও নিজে গাইনি। সে হিসেবে এটা রুনা লায়লার প্রথম বলাই যায়। আর এই কাজটির জন্য ধন্যবাদ জানাচ্ছি ধ্রুব গুহকে। তার আগ্রহ ও উদ্দীপনার কারণে কাজটি হয়েছে। এটার মিউজিক ভিডিও নির্মাণ করে শীঘ্রই মুক্তি দেয়া হবে। গানটি মেলোডিয়াস ঘরানার, ক্ল্যাসিক্যাল বেইজড। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ গানটি প্রসঙ্গে বলেন, ‘রুনা আপা বাংলাদেশের একজন সুপারস্টার যার ব্যাপ্তি শুধু বাংলাদেশেই নয় ছড়িয়ে গেছে বহির্বিশ্বেও। এরকম একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করা যথেষ্ট সৌভাগ্যের। আমরা সবটুকু শ্রম  দিয়ে এ পর্যন্ত কাজটা করে এসেছি। রেকর্ডিং ধাপ শেষে এখন অপেক্ষা মিউজিক ভিডিও নির্মাণের। যেহেতু রুনা আপার নিজের কোনো গানে তিনি প্রথমবারের মত নিজেই কন্ঠ দিলেন, তাও আবার আমাদের স্টেশনের ব্যানারের সেহেতু আমরা সবচেয়ে সেরা প্রোডাকশনটা বানানোর চেষ্টা করব। আশা করছি দর্শক নিরাশ হবে না।’

ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/আরআর