নজরুল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০৫

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১২০ কোটি টাকার একটি ক্ষতিপূরণ মামলা হয়েছে। অনুমতি না নিয়ে কবি নজরুল ইসলামের ওপর করা একটি চিত্রকর্ম বিকৃতভাবে প্রকাশের অভিযোগ এনে মামলাটি করেছেন এক চিত্রশিল্পী।

কপিরাইট আইনে ময়মনসিংহ জজ কোর্টে গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন হোসাইন মোহাম্মদ ফারুখ নামের এক চিত্রশিল্পী। রবিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফারুখ।

তিনি বলেন, ২০১২ সালে আঁকা কবি নজরুলের একটি চিত্রকর্ম তার অনুমতি ছাড়া কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকৃত ভাবে বিশ্ববিদ্যালয়ের একটি স্যুভেনরে মূদ্রণ করে। যা ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবতর্ন উপলক্ষে প্রকাশ করা হয়।’

ফারুখ জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি উকিল নোটিশ পাঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তবে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো জবাব না পেয়ে ১৪ ফেব্রুয়ারী ময়মনসিংহ জজ কোর্টে কপিরাইট আইনে মামলা করেন তিনি।

আদালত মামলাটি আমলে নিয়ে ২৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে। মামলায় শিল্পী ১শ ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।

ফারুক বলেন, ‘ক্ষতিপূরণের প্রাপ্ত অর্থ স্কুলের শিশুদের চিত্রকর্ম প্রশিক্ষণে খরচ করা হবে।’

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম