চাঁদা না পেয়ে অধ্যক্ষকে পেটানোর অভিযোগ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চাঁদার দাবিতে কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাকে (৫৬) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে নান্দোপাড়া-কাঁঠালবাড়িয়া এলাকায় ফাঁকা রাস্তায় তাকে পেটানো হয়। পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে জানানো হয়েছে বলে জানান অধ্যক্ষ গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা জানান, কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের অবসরে গেলে গত বছরের ১০ জুলাই কলেজ পরিচালনা কমিটি তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়। এরপর থেকেই চৌপুকুরিয়া তেনানিপাড়া গ্রামের কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করতে থাকেন। শনিবার বিকেলে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পেটায় সন্ত্রাসীরা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, ঘটনা শুনে খোঁজখবর নিচ্ছেন তারা। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :