মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণকে ‘তামাশা’ বললেন মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮

প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের বিষয়টি ‘তামাশা’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পুলিশ কর্মকর্তারা গিয়ে ঘটা করে ধরছেন মাদক ব্যবসায়ীদের । মাদকের সঙ্গে জড়িতদের ধরে এমনভাবে মামলা দেওয়া হয়, যাতে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে পারে। এর কারণ একটাই, তারা ক্ষমতাসীনেদের লোক। আত্মসমর্পণের নামে তামাশা চলছে।’

‘নারী ও শিশু নির্যাতন: প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির এই শীর্ষ নেতা দল পুনর্গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়েও কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, বিএনপির অঙ্গসংগঠনগুলোর পুনর্গঠন চলছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি কাটিয়ে দলকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করতে হবে। আজ সব দিকে অবক্ষয়। কারণ দেশে একনায়কতন্ত্র চলছে, এক ব্যক্তির শাসন চলছে।’

এক বছর ধরে নানা অজুহাতে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই অন্যতম সদস্য। বলেন, ‘একজন নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে নারী-শিশু নির্যাতিত হচ্ছে। নারীর ক্ষমতায়নের জন্য মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই খালেদা জিয়াকে বন্দী রেখে গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়।

জনগণ ৩০ ডিসেম্বরের নির্বাচনে জীবন বাজি রেখে ভোট দিতে চেয়েছিল দাবি করে ড. মোশাররফ বলেন, ‘কিন্তু তারা তা পারেনি। জনগণ বিএনপির ওপর যে আস্থা রেখেছে, আগামী দিনে বিএনপি ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের কাছ থেকে দেশকে রক্ষা করবে।’

নূরে আরা সাফার সভাপতিত্বে আরোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শাহেদা রফিক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :