আদিলকে শ্রদ্ধা: বেঙ্গালুরুতে গ্রেপ্তার কাশ্মীরের কলেজছাত্র

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় অবন্তীপুরায় ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর আত্মঘাতী হামলার পর হোয়াটস অ্যাপের ডিপি বদল করেছিলেন। শ্রদ্ধাও জানিয়েছিলেন। তবে হামলায় নিহত সেনা জওয়ানদের নয়, শ্রদ্ধা জানিয়েছেন আত্মঘাতী বিচ্ছিন্নতাবাদী আদিল আহমাদ দারকে। আর সেই কারণে কর্নাটকের রাজ্যের বেঙ্গালুরু শহরের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আনন্দবাজার জানায়, গ্রেপ্তারকৃত ওই ছাত্রের নাম তাহির লতিফ। ২৩ বছরের ওই যুবক রেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি কাশ্মীরের বারামুলা জেলায়।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ধৃত ওই ছাত্র আদিলের ছবি হোয়াটসঅ্যাপের ডিপি করেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিহত আত্মঘাতী স্বাধীনতাকামীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

তিনি লেখেন, ‘ওই সাহসী মানুষটির জন্য বড় স্যলুট। আল্লাহ তোমার বলিদান গ্রহণ করুন, তুমি জান্নাতে সর্বশ্রেষ্ঠ আসন লাভ কর।

আদিল আহমাদ দারের প্রতি এই মনোভাব দেখানোর পরই গ্রেপ্তার করা হয় তাহিরকে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে অভিযোগ আনা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসআই)