সিরাজগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৬

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী অমর একুশে বইমেলা। মেলায় প্রায় ৫০টি স্টলে প্যাভিলিয়ন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

রবিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে বই মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

মেলা উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শহীদ শেখ কামাল অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়।

সিরাজগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর টি.এম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, গাজী ইসহাক আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, অমর একুশে বইমেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আব্দুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অধ্যাপক রাসিক বিশ্বাস, অধ্যাপক সাঈদ আবু বক্কর, সদস্য সচিব গ্রন্থাগারিক আবুল কাশেম আজাদ, ইতিহাস বিভাগের প্রভাষক সোলায়মান হোসেন প্রমুখ।

মেলায় জনপ্রিয় লেখকদের নতুন-পুরোনো বইয়ের সম্ভার নিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। আছে নবীন লেখকদের বইও। মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা, শিক্ষার্থীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বই মেলাটি ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর‌্যন্ত চলবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)