ফরিদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানা জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ ও জেলা প্রশাসন।

রবিবার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী  খ. ম. নকীবুল বারী।

ঢাকা-খুলনা মহাসড়কের (এন সেভেন) ফরিদপুরের মধুখালী উপজেলার মল্লিকপুর থেকে ব্রাহ্মণকান্দা বাজার পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা ১৫০টির অধিক ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী  খ.ম নকীবুল বারী জানান, ফরিদপুর সড়ক বিভাগের মহাসড়ক অংশে রাস্তার দুই পার্শ্বে বিভিন্ন সময় গড়ে উঠা দেড় সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম আজ  শুরু  করা হয়েছে। 

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রথমে অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য অনুরোধ করি। তাদের সহযোগিতায় এই উচ্ছেদ শুরু হয়।

তিনি বলেন, মহাসড়কে নিরাপদ যান চলাচলের স্বার্থে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।  

এসময় উপস্থিত ছিলেন- সড়ক বিভাগ উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ ও সার্ভেয়ার শামিম হোসেনসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)