সাভারে গণধর্ষণের শিকার নারী শ্রমিকের মামলা

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৩

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

সাভারে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় গণধর্ষণের শিকার হয়ে এক নারী পোশাক শ্রমিক মামলা করেছেন। রবিবার সকালে সাভার মডেল থানায় এ মামলা করেন তিনি।

ওই পোশাক শ্রমিক সাভারের গেন্ডা এলাকায় মিন্টু উকিলের বাড়িতে ভাড়া থাকতেন।

গণধর্ষণের শিকার ওই পোশাকশ্রমিকের ভাই আরিফ বলেন, তার বোন গেল চার মাস আগে হেমায়েতপুরের জিসান গার্মেন্টে হেলপার পদে চাকরি নেয়। এসময় ওই পোশাক কারখানার রাকিব নামে এক অপারেটরের সাথে তার পরিচয় হয়। পরে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ওই পোশাকশ্রমিককে গার্মেন্টসের পাশে একটি নির্জন জায়গায় ডেকে নেয় রাকিব। এসময় রাকিব ও তার ৮ বন্ধু মিলে  ভয় দেখিয়ে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে ওই যুবকরা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।

পরে আজ সকালে ওই পোশাক শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

সাভার মডেল থানার ওসি এফএম সায়েদ বলেন, ধর্ষণের শিকার পোশাকশ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। একই সাথে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)