ময়মনসিংহে এলইডির ঝলকানি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

গত দুই দিন ধরে ময়মনসিংহে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আলোর প্রতিফলন ভাসতে দেখে অনেকে নিজেকেই হারিয়ে ফেলছেন। এ যেন নতুন এক শহর। এলইডি বাতির আলোতে স্বপ্নের শহর হয়ে গেছে ময়মনসিংহ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটুর উদ্যোগে শহরের মোড়ে মোড়ে ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চলাচলের সুবিধায় জ্বলছে দুইশটি আধুনিক এলইডি বাতি (স্ট্রিট লাইট)।

গঙ্গাদাশ গুহ রোডে শুক্রবার রাতে আধুনিক এলইডি বাতি (স্ট্রিট লাইট) স্থাপন কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক।

এসব বাতির আলোয় আলোকিত শহরের ব্রিজ মোড় হতে টাউন হল মোড়ের প্রধান প্রধান সড়ক। যার সুফল পাচ্ছেন ময়মনসিংহবাসী। প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার এখন শহরের সড়কে বিদ্যুতের আলোয় আলোকিত করছে। সন্ধ্যা নামলেই শহরের অলিগলিও এখন আলোকিত হয়ে উঠছে।

সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, স্থাপিত একেকটি লাইটের দাম পড়েছে ১২ হাজার টাকা।

পর্যায়ক্রমে শহরের ব্রিজ মোড় হতে বেড়িবাঁধ সংলগ্ন নির্মাণাধীন থানাঘাট পর্যন্ত লিংক রোডেও এসব স্থাপন করা হবে বলে জানিয়েছেন, সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার প্রকৌশলী জিল্লুর রহমান।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)