আমিরাতের সঙ্গে চার বাণিজ্য সমঝোতা স্মারক সই

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
আমিরাতের অর্থমন্ত্রী সুলতান আল মনসুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদ্যুৎ খাতে বিনিয়োগ, মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত চারটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

রবিবার দুপুরে আবু ধাবির সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্হিতিতে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। এর আগে ওই হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আমিরাতের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সম্পর্ক বিষয়কমন্ত্রী সুলতান আল মনসুরী।

এস ময় তারা বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর ও শিল্পখাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরো এগিয়ে নিতে এ সময় একটি যৌথ বাণিজ্য কমিশন গঠনেরও প্রস্তাব আসে বৈঠকে।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/টিএ/ইএস