জার্মানির আবেদনে সাড়া দেয়নি চীন

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাসের সঙ্গে কথা বলছেন ইয়াং জেইচি (ডানে)

স্নায়ুযুদ্ধের সময়কার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেয়ার জন্য জার্মানি যে আবেদন জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং বলেছে, এ আবেদন গ্রহণ করলে দেশের সামরিক বাহিনীর ওপর অন্যায় নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় চীনের প্রতি আবেদন জানিয়ে বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে সই হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি (আইএনএফ) চুক্তিকে বাঁচানোর জন্য বেইজিংয়ের সংলাপে যোগ দেয়া উচিত।

মার্কেল বলেন, ১৯৮৭ সালে সই হওয়া আইএনএফ চুক্তি থেকে আমেরিকা ও রাশিয়া যদি বেরিয়ে যায় তাহলে ইউরোপে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। সেক্ষেত্রে শুধু রাশিয়া ও আমেরিকার মধ্যে নয় বরং এ আলোচনায় চীনেরও যোগ দেয়া উচিত। 

তিনি বলেন, ‘আমি জানি এ বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু চীনের অংশগ্রহণে আমরা খুশি হব।‘

তবে আইএনএফে যোগ দেয়ার বিষয়ে বেইজিংয়ের অনীহার কথা নিশ্চিত করে চীনের পররাষ্ট্র নীতি নির্ধারণকারী শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইয়াং জেইচি বলেন, ‘চীন তার প্রতিরক্ষা খাতের প্রয়োজন অনুসারে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যা কারো জন্য হুমকি নয়। ফলে আমরা আইএনএফকে বহুমুখী করণের বিরোধিতা করি।’

ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/একে