প্রাইম এশিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গত শুক্রবার উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ফেবরিক অ্যান্ড প্রোডাকশন টিমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভাগটির প্রায় ৩৫০ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ একেএম আশরাফুল হক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শেখ মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট মিলস লিমিটেডের নিটিং সেকশনের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ০৪২ ব্যাচের প্রাক্তন ছাত্র রাশেদ আহমেদ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন গোয়াংলি মেশিনারি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর দয়াল বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং ইকোটেক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্চেন্টাইজিং) উজ্জল ডাকুয়া, ০৪২ ব্যাচের মনিরুল ইসলাম, ০৪৩ ব্যাচের তানভির মজুমদার, ০৫১ ব্যাচের ইলিয়াস কাঞ্চন, ০৬২ ব্যাচের ইমদাদুল সজিব, ০৭২ ব্যাচের নাজমুল হোসাইন এবং সাজ্জাদুল সাজু, ০৭৩ ব্যাচের ইমরান হায়দার ও সচুন আবদুল্লাহসহ ০৮১, ০৮২, ০৮৩, ০৯১, ০৯২, ০৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এমআর