আইপিএল খেলতে আগ্রহী সাকিব: পাপন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে নেই সাকিব আল হাসান। মাঠে ফিরতে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই মাসের ২৩ তারিখ থেকে শুরু হবে আইপিএল-২০১৯। জনপ্রিয় এ টি-টোয়েন্টি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব। তবে ইনজুরি থেকে ফিরেই আইপিএল খেলা কি তার জন্য ঠিক হবে কি না, সেটি একটি বড় প্রশ্ন। কারণ, ৩০ মে থেকে বিশ্বকাপ। এর আগে সাকিব নতুন করে চোটে পড়লে বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব নিজেই আইপিএল খেলতে আগ্রহী।

চোট শঙ্কায় ২০১৯ আইপিএলের জন্য দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেয়নি বিসিবি। একমাত্র বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরে রয়েছেন সাকিব। তার সঙ্গেও আলোচনায় বসবে বিসিবি। যদিও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সাকিবের মতকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন পাপন।

রবিবার বাংলাদেশে-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে দেখতে গিয়ে পাপন বলেছেন, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, মোস্তাফিজ এবারের আইপিএল খেলবে না। সাকিবের খেলা নিয়েও কথা চলছে। এখানে দেখতে হবে ও নিজে কী চায়। কারণ সাকিব আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত, ও যদি না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কি না। কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে।’

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে চোটে পড়ে বিশ্বকাপ মিস হলে সেটা সাকিবের জন্য বাজে ব্যাপার হবে। বাংলাদেশও হারাবে অন্যতম সেরা অস্ত্র। পাপন তাই কিছুটা উদ্বেগ মিশ্রিত সুরে বলেছেন, ‘অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে চোটে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোটের কারণে জাতীয় দলের খেলা মিস করে। আমার মনে হয় ও (সাকিব) সতর্ক থাকবে। এ ছাড়া আর কী বলতে পারি।’

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/ এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :