হাইতি ছাড়ল কানাডার ২৫ শিক্ষার্থী

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সরকারবিরোধী বিক্ষোভের কারণে হাইতিতে অস্থির অবস্থা বিরাজ করায় দেশটি ছেড়ে চলে গেছে কানাডার ২৫ শিক্ষার্থী ও তাদের দেখভালের জন্য নিয়োজিত তিন অভিভাবক। কানাডার কিউবেক থেকে আসা এসব শিক্ষার্থীদের দেখভালের জন্য নিয়োজিত ছিলেন ওই তিন অভিভাবক।

হাইতিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে হামলার শিকার হওয়ায় রবিবার তারা দেশটি ত্যাগ করে চলে যান। খবর এএফপির।

এএফপি’কে অভিভাবকদের একজন জানান, ‘আমরা বিমানে করে মন্ট্রিলে ফিরছি।’

স্থানীয় সময় বিকাল ৩টা ৫৯ মিনিটে বিমানটি উড্ডয়নের কথা নিশ্চিত করেছে কানাডার ট্যুর অপারেটর ট্রান্সাট পোর্ট-অ-প্রিন্স। শিক্ষার্থীরা ছাড়াও কানাডায় সাময়িকভাবে বন্ধ রাখা দূতাবাসের কর্মীরাও দেশে ফিরছে।

দেশটিতে চলমান অস্থিরতা বিরাজের কারণে এক দিন আগে সমুদ্র তীরবর্তী একটি পর্যটন কেন্দ্র আটকে থাকা কানাডার ১৩১ পর্যটকের একটি দলকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এমআর