ময়মনসিংহে লিফট ছিঁড়েছে আদালত ভবনের

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দশ তলা ভবনের একটি লিফট ছিঁড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার সকালে লিফটটি ছিড়ে ছয়তলায় আটকে যায়।

প্রত্যক্ষদর্শী আইনজীবী শিব্বির লিটন জানান, সকালে হঠাৎ লিফটটি ছিঁড়ে পড়ে। এরপর এটি ছয়তলায় আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া উদ্ধার করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালের ২০ নভেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে দি ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেকট নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণ কাজ শুরু করে। কয়েক দফা সময় বৃদ্ধির পর ২০১৭ সালের ১৩ জুলাই ভবনটির উদ্বোধন করেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক।

সূত্র জানায়, ২০১৭ সালে ভবনের তিনটি লিফটের মধ্যে একটি চালু করা হয়। এরপর মাঝে মাঝে বেশ কয়েকবার লিফটটি আটকে গিয়েছিল।

লিফট ছিঁড়ে পড়ায় আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এমডি/এমআর