মাশরাফির আবাহনীতে রুবেল, দ্বিতীয় রাউন্ড শেষে তালিকা

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আজ দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ২৩৫ জন ক্রিকেটার রয়েছেন এ তালিকায়। প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে ৪জন করে ক্রিকেটার নিয়েছে দলগুলো।

২য় রাউন্ড শেষে তালিকা

রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার, মেহেদী হাসান- আবাহনী লিমিটেড

নাসির হোসেন, ইলিয়াস, শহীদুল ইসলাম, ইমতিয়াজ তান্না- শেখ জামাল ধানমন্ডি ক্লাব

মুমিনুল হক, জাকির আলী, শহীদ, শাহরিয়ার নাফিস- লিজেন্ডস অব রুপগঞ্জ

সৈকত আলী, মাহমুদুল হাসান, তাইবুর, সাইফ হাসান- প্রাইম দোলেশ্বর।

 রবিউল, মইনুল, অমিত, মাসুম- খেলাঘর সমাজকল্যাণ সমিতি

রনি তালুকদার, শামসুর রহমান- গাজী গ্রুপ ক্রিকেটার্স

লিটন দাস, আব্দুল মজিদ, শরিফুল হক, মোশাররফ, কামরুল রাব্বি- মোহামেডান স্পোটিং ক্লাব

এনামুল হক, অলোক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

সৌম্য, শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম- শাইনপুকুর ক্রিকেট ক্লাব

ফজলে রাব্বি, এবাদত হোসেন, নাঈম, শরিফুল্লাহ- ব্রাদার্স ইউনিয়ন

তামজিদ হাসান, মিনহাজ, শুভ্র, সাজ্জাত- উত্তরা ক্রিকেট ক্লাব

সুমন, আমিনুল, মাহমুদুল, মুকিদুল- বিকেএসপি

ডিপিএলে অংশ নিতে যাওয়া ১২টি ক্লাব ৩ জন করে মোট ৩৬ জন ক্রিকেটারকে আগেই দলে নিয়েছে। ডিপিএলে ওয়ানডে লিগ শুরুর আগে মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। ওয়ানডে লিগ শুরু হওয়ার কথা আগামী ১ মার্চ। আর টি-টুয়েন্টি টুর্নামেন্ট শুরু ২৫ ফেব্রুয়ারি থেকে।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এইচএ)