বেলুচিস্তানে হামলায় চার পাকিস্তানি সেনা নিহত

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত। সেই ঘটনার তিন দিনের মাথায় বেলুচিস্তানে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের(এফসি) চার সেনা নিহত হয়েছেন।

ডন নিউজ জানায়, পাঞ্জগুর শহরের কাছে পাহাড়ি এলাকায় দুটি চেক পোস্টের দায়িত্ব বদলের সময়  অজ্ঞাত বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি করা শুরু করে।

এই ঘটনার কথা নিশ্চিত করে এফসি বেলুচিস্তানের মুখপাত্র খান ওয়াসে বলেছেন, চার সেনার গায়ে একাধিক গুলি লাগে এবং ঘটনাস্থলেই মারা যায়।

সূত্র জানায়, হামলাকারীরা এফসি সেনার অস্ত্র ছিনিয়ে নিয়েছে।

হামলার কথা শুনেই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা পৌঁছায়। নিহত সেনাদের দেহ হাসপাতালে পাঠায় এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানে এটি দ্বিতীয় হামলা। গত শনিবার এক হামলায় লোরালাই শহরে এফসি’র দুই সেনা নিহত হন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসআই)