গণ বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৫

গণবি প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো সাভারের গণ বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১ টায় একাডেমিক ভবনের সামনে থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা।

‘ওরে দীপবাসী’ গানের সঙ্গে এক ঝাঁক শিক্ষার্থীর নৃত্যের তালে এগিয়ে যায় শোভাযাত্রা। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলীসহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

দলীয় সঙ্গীত ‘বসন্ত এসে গেছে’ এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। সারা দিনব্যাপী শিক্ষক শিক্ষার্থীদের একক সংগীত, নৃত্য ও দোতারার সুর মোহিত করে রাখে দর্শকদের।

অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাস বাংলার আবহে সেজে উঠে। তার উপভোগ করেন শিক্ষক শিক্ষার্থীসহ উপাচার্য, রেজিস্ট্রার, ডিনগণ।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/ ইএস