গুলি সম্পর্কে ধারণা নিতে ঠাকুরগাঁওয়ে বিজিবি প্রধান

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২২

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির গুলিতে তিন জন গ্রামবাসী নিহতের ঘটনায় খোঁজ নিতে ঘটনাস্থলে গেছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বলেছেন, তাদের গঠন করা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন বিজিবি প্রধান।

গত ১২ ফেব্রুয়ারি গরু নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়েন বিজিবির জওয়ানরা। নিহত হন শিশুসহ তিন জন। আহত হন আরো বেশ কয়েকজন।

এই ঘটনাটি ক্ষুব্ধ করে তুলেছে ওই এলাকার বাসিন্দাদের। তারা এর বিচার দাবিতে নানা কর্মর্সূচি পালন করে আসছেন। বিজিবির কাছে পণ্য বিক্রি বন্ধের ঘোষণাও এসেছে।

বিজিবি প্রধান তার ঠাকুরগাঁও সফরের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘ঘটনা সম্পর্কে একটি ধারণা নিতে এবং তদন্ত সম্পর্কে খোঁজ খবর নিতে আমার আজকের ঠাকুরগাঁওয়ে আসা।’

এই ঘটনার তদন্তে বিজিবির পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে জানিয়ে বাহিনীর প্রধান বলেন, ‘তদন্তের সুপারিশ অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হতাহতদের আর্থিক সহযোগিতা করা হতে পারে।’

সেদিনের প্রাণহানি নিয়ে দুঃখ প্রকাশ করে সীমান্তরক্ষী বাহিনীটির মহাপরিচালক বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি ও গ্রামবাসীর মাঝে যে ঘটনাটি ঘটেছে তা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

‘সীমান্তবাসীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তায় কাজ করে আসছে। এলাকার লোকজনের সাথে কথা বলে যেটি জেনেছি, সেটা তাদের কাছেও অনাকাঙ্ক্ষিত এবং আমাদের কাছেও অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এ রকম কোনো ঘটনা না ঘটে সেজন্য বিজিবি এবং স্থানীয় জনগণ সজাগ থাকবে।’

ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শামসুল আরেফিন, ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ১৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউস সুন্নাহ, জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সভাপতি আবু তোরাব মানিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ফিরোজ আমিন সরকার প্রমুখ।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিবেদক/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :