পাকিস্তানি দুই হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩১

সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি দুই হাজার ১০৭ পাকিস্তানি নাগরিককে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। গত রবিবার দুই দিনের সফরে পাকিস্তানে এসেছেন তিনি। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধে সৌদি যুবরাজ দুই হাজারের বেশি পাকিস্তানি বন্দিকে কারাগার থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মেহমুদ কোরেশি এক টুইট বার্তায় জানান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অনতিবিলম্বে ২,১০৭ জন পাকিস্তানি বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। বাকিদের মামলাও পর্যালোচনা করা হবে।

গত রবিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে বন্দিদের মুক্তির বিষয়টি উত্থাপন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :