দ্বিতীয় বর্ষে ডিএনসিসির ‘নগরিয়া’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯

দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরিয়া’। সোমবার গুলশান-২ এ সংস্থার কার্যালয়ে দ্বিতীয় বর্ষে প্রকাশনাটির প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে। নগরবাসীর কাছে পৌঁছে দিতে প্রকাশনাটির আড়াই লাখ কপি ডাক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

নগর কর্তৃপক্ষের নানা কর্মকাণ্ড ও নাগরিক সুযোগ-সুবিধার বিস্তারিত জানানোর উদ্যোগে গত বছরের জুলাইয়ে যাত্রা শুরু করে ‘নগরিয়া’। এরই ধারাবাহিকতায় চলতি বছরে প্রথম সংখ্যা প্রকাশ হলো।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বাংলাদেশ ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মাসুদ খান‌, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম এ রাজ্জাক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, পত্রিকাটি প্রকাশের সহযোগী সংস্থা জাপানের 'সিডস এশিয়া'র নিহারুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডিএনসিসি সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, ‘প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে জনগনকে তথ্য জানানোর উদ্যোগ থেকে এ পত্রিকা প্রকাশ করা হচ্ছে। আমরা নগরবাসীকে জানাতে চাই, তাদের সঙ্গে করপোরেশনের বন্ধন জোরালো করতে চাই।’

ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মাসুদ খান‌ বলেন, ‘ডাক বিভাগ নগরবাসীর কাছে সরকারের নির্ধারিত সবচেয়ে কম খরচের প্যাকেজে এই পত্রিকাগুলো পৌঁছে দেবে। এক্ষেত্রে সরকারের রাজস্ব বিভাগের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং খুব দ্রুত তা পাঠিয়ে দেওয়া হবে। সরকারের সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে ডাক বিভাগ এ ধরনের কর্মকাণ্ডে সবসময় সহযোগিতা করে আসছে এবং করবে।’

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ও নগরিয়ার সম্পাদক এ এস এম মামুন বলেন, ‘এ প্রকাশণার মাধ্যমে নাগরিকরা উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। ডিএনসিসির সেবা প্রদানে কোনো অনিয়ম হচ্ছে কি না, তথ্য প্রাপ্তির ফলে তা নাগরিকরা সহজেই বুঝতে পারবেন। প্রকাশনাটির মাধ্যমে ডিএনসিসি ও নগরবাসীর মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :